[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব সিদ্ধান্ত: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় পার্টি যদি আসন্ন নির্বাচনে অংশ নিতে চায়, তা সম্পূর্ণ তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “জাতীয় পার্টি একটি স্বৈরাচারী শাসনের ঘনিষ্ঠ সহযোগী দল হিসেবে পরিচিত।

যদিও দলটি নিষিদ্ধ নয়, তবে তাদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট—তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না, তা তাদের ইচ্ছার বিষয়। ইতিহাসই বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারী শক্তির বড় সহায়ক ছিল।”

জাতীয় পার্টির ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অতীতে যেসব অপকর্ম করেছে, সেগুলোর পেছনে জাতীয় পার্টির সমর্থন ছিল।

আওয়ামী লীগের প্রয়োজন মুহূর্তে জাতীয় পার্টি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি সহিংস ঘটনার সময়ও তাদের সমর্থন কমেনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর