[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ২:০৭ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে

অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে। তার মতে, এই নির্বাচন জাতির জন্য একটি গর্বের অধ্যায় হয়ে থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫–এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, গত এক বছরের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও পরিশ্রম ভবিষ্যতে জাতীয় উন্নয়ন, নীতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা রক্ষা এবং দুর্যোগ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর অবদানকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন নিরাপত্তা, উন্নয়ন এবং কৌশলগত অধ্যয়নের ক্ষেত্রে একটি উচ্চমানের শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দেশ-বিদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর