[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

মেট্রোরেল স্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩১ এএম

শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)

প্রথমবারের মতো রিটেইল বাজারে প্রবেশ করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে একটি চুক্তি সইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি এমআরটি লাইন-৬–এর আটটি স্টেশনে মোট নয়টি ‘ফ্রেশ সুপার মার্ট’ আউটলেট খুলবে।

২০২৬ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছর এসব আউটলেট পরিচালনা করবে এমজিআই। মেট্রোরেলের ভেতরে বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসেবে এ উদ্যোগকে প্রথম বলে ধরা হচ্ছে।

চুক্তি সই অনুষ্ঠানে এমজিআই ও ডিএমটিসিএল–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমজিআইয়ের পক্ষ থেকে তানভীর মোস্তফা এবং ডিএমটিসিএলের পক্ষ থেকে খোন্দকার এহতেশামুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন।

নতুন সুপারস্টোরগুলো থাকবে—

উত্তরা উত্তর (উত্তর ও দক্ষিণ পাশে দুটি),

উত্তরা সেন্টার,

পল্লবী,

মিরপুর ১১,

মিরপুর ১০,

ঢাকা বিশ্ববিদ্যালয়,

বাংলাদেশ সচিবালয়

এবং মতিঝিল স্টেশনে।


এগুলোর মধ্যে মিরপুর ১০ আউটলেটটিকে ফ্ল্যাগশিপ হিসেবে ঘোষণা করা হয়েছে; এর আয়তন হবে প্রায় ২,১০৫ বর্গফুট। প্রতিটি আউটলেটে থাকবে বিভিন্ন ভোগ্যপণ্য, খাবারের কর্নার, কফি ও জুস স্টেশন। জানুয়ারি ২০২৬ থেকেই এগুলো চালু হওয়ার কথা।

বর্তমানে এমজিআই নারায়ণগঞ্জ ও ঢাকায় তিনটি ফ্রেশ সুপার মার্ট পরিচালনা করছে; নতুন এই উদ্যোগের মাধ্যমে তারা রিটেইল নেটওয়ার্ক আরও বিস্তৃত করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর