[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১১:৫৭ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে

৬ লেনে রূপান্তরের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানিহাট এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অংশগ্রহণকারীরা সড়ক প্রশস্ত ও নিরাপদ করার দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা পত্রপত্রিকা খুললেই স্পষ্ট বোঝা যায়। বহুবার দাবি তোলার পরও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন।

তারা আরও জানান, এই সড়ক কেবল স্থানীয়দের যোগাযোগের মাধ্যম নয়; দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণসহায়তা পরিবহনের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন, অথচ দেশের ব্যস্ততম এই মহাসড়কটি অনেক স্থানে পাড়ার সরু রাস্তার মতো। জাঙ্গালিয়া অঞ্চলের ঢালু ও বাঁকানো অংশগুলো দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ায়। রাতের বেলায় লবণবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তায় পিচ্ছিলভাব তৈরি হয়, ফলে আশঙ্কা আরও বৃদ্ধি পায়। প্রতিবার দুর্ঘটনার পর কর্তৃপক্ষ উন্নয়ন কাজের আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায় না।

এর আগে একই দাবিতে ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দেওয়া হয়। এরপর ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও দাবি পেশ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়নের পথে না এগোনোয় স্থানীয়রা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর