[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

আরও উত্তরদিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১১:৪৭ এএম

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলসংলগ্ন এলাকায়

অবস্থান নেওয়া ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তরদিকে সরতে সরতে আজ সকাল ৬টায় তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি আরও উত্তরের দিকে অগ্রসর হতে পারে।
রোববার (৩০ নভেম্বর) সকালবেলার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজের কথা বলা হয়েছে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রায় সামান্য পরিবর্তন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) একই সময়সীমায় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রায়ও হালকা পতন হতে পারে।

অবশেষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থেকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলে জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর