দেশের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রোগীদের ৪১ শতাংশের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকই কার্যকর হচ্ছে না, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ভয়াবহ চিত্র তুলে ধরছে।
সোমবার (২৪ নভেম্বর) আইইডিসিআরের নতুন ভবনে ‘ন্যাশনাল এএমআর সার্ভেলেন্স রিপোর্ট ২০২৫’ প্রকাশ উপলক্ষে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করেন আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. জাকির হোসেন হাবিব। তিনি জানান, দেশে এএমআর দ্রুত ঝুঁকিপূর্ণ মাত্রায় বাড়ছে এবং এটি এখন বড় জনস্বাস্থ্য হুমকি।
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। মাত্র পাঁচটি আইসিইউতে ৭১টি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বিশ্লেষণে দেখা গেছে, অনেক ক্ষেত্রেই ওষুধ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
প্রতিবেদন অনুযায়ী—
হু–নির্ধারিত ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার এক বছরে ৭৭% থেকে বেড়ে ৯০.৯%-এ পৌঁছেছে। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক—
প্রফেসর হাবিব বলেন, অতিরিক্ত ও অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার এএমআরকে বিপদজনক পর্যায়ে নিয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, এখনই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নিলে সাধারণ সংক্রমণও ভবিষ্যতে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
এসআর
মন্তব্য করুন: