ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন।
বিদায়ের সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়—
শনিবার ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান। এ সময় আনুষ্ঠানিক গার্ড অব অনার ও তোপধ্বনি প্রদান করা হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সফরকালে প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।
শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ
রোববার ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এ সফরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে ছিলেন।
এসআর
মন্তব্য করুন: