দেশে চলমান ভূমিকম্প পরিস্থিতির কারণে তেল ও গ্যাসক্ষেত্রে খনন
(ড্রিলিং) এবং সাইসমিক জরিপ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে পেট্রোবাংলা। রোববার (২৩ নভেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘণ্টার জন্য সবধরনের কূপ খনন কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি ঠেকাতে কূপ খনন সরঞ্জাম, কর্মীদের নিরাপত্তা এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৫ নভেম্বর সকাল ৮টার পর আবারও খনন ও জরিপ কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।
বর্তমানে যে কূপগুলোতে অনুসন্ধান ও ওয়ার্কওভার চলছে সেগুলোর মধ্যে রয়েছে—শ্রীকাইল–৫, হবিগঞ্জ–৫, কৈলাশটিলা–১, বিয়ানীবাজার–২, সিলেট–১১, সিলেট–১০ এক্স ও রশিদপুর–১১। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি সাইসমিক জরিপও চলমান রয়েছে।
এসআর
মন্তব্য করুন: