[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৭:৩২ পিএম

চলতি মাসের জন্য দেশের বিমান পরিবহন খাতে ব্যবহৃত জেট

 

ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৬৫৪৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ মার্কিন ডলার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বার্তায় এই তথ্য জানায়।

এর আগে অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও তখন প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর