[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার আশপাশের বিস্তীর্ণ এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

তিতাস গ্যাসের পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকা ও গাজীপুরের বেশ কিছু এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের সময় নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর