[email protected] মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ, শিগগিরই চার্জশিট জমা : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ১:৫৬ পিএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কাজ শেষ হয়েছে।

শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এখন চার্জশিট প্রস্তুতের কাজ চলছে, যা দ্রুতই জমা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহর থেকে ত্বকী নিখোঁজ হন। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর তীরে একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ত্বকীর পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর