ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানিয়েছেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল বলেন, গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে, সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো সিদ্ধান্ত পৌঁছেনি।
“সরকার গণভোটের বিষয়ে কীভাবে প্রস্তুতি নিচ্ছে, তা জানলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব,” বলেন তিনি।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন কার্যক্রম নভেম্বর মাস থেকেই শুরু হবে। পাশাপাশি বন্দি আসামিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
নির্বাচনী প্রতীকের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালায় কিছু প্রতীকের তফসিল রয়েছে, যা সময় সময় কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। “এ সম্পর্কিত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে,” যোগ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: