শিশুদের হাতে মোবাইল ফোন না তুলে দিয়ে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়োজিত ‘ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আনোয়ার আলদীন বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মেধাশক্তি হারাচ্ছে। তাই শিশুদের মোবাইল থেকে দূরে রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, তাতেই তাদের মেধা বিকাশ ঘটবে।”
তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতের বাংলাদেশ হবে মেধাবী ও আলোকিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেন ও সাবেক সভাপতি মুরসালিন নোমানী।
ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।
দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে। এতে সংগঠনের সদস্যদের শতাধিক সন্তান অংশ নেয়। চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি—এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২৭ জন প্রতিযোগী পুরস্কৃত হয়।
চিত্রাঙ্কন বিভাগে বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন ও চিত্রশিল্পী শায়লা আক্তার।
সঙ্গীত বিভাগে বিচারক ছিলেন ড. অণিমা রায় ও সঙ্গীত পরিচালক আলম মাহমুদ। আবৃত্তি বিভাগে বিচারক ছিলেন রেজিনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপ্পু ও রূপশ্রী চক্রবর্তী।
এসআর
মন্তব্য করুন: