রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশের দাবি, টাকার বিনিময়ে এসব মিছিল আয়োজন করা হচ্ছিল।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
তিনি জানান, “রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাকার বিনিময়ে ঝটিকা মিছিলের আয়োজন করছিলেন। খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে।”
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩৭ মিনিটে ৩০০ ফিট এলাকার পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন নেতাকর্মী। পুলিশ উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় উত্তরা ৯নং সেক্টরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে প্রগতি সরণি এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও খালেদ বিন কাওসারকে আটক করা হয়।
সিটিটিসির একটি টিম সকালে বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকারবিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার ও মিঠুন দেবনাথ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রায় শতাধিক নেতাকর্মী মিছিল করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বজলুর রহমান, নুর আলম সিদ্দিক ও মহিউদ্দিন আহমেদ দোলনসহ ১৮ জনকে গ্রেপ্তার করে।
বনানী থানা পুলিশ দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা গেটের সামনে মিছিল থেকে জিয়াদ মাহমুদ, মো. জিয়াদ ও মো. আসলামকে আটক করে।
এছাড়া তেজগাঁও থানার বিজয় সরণি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রিফাত ইসলাম, মিল্লাত বাবু ও স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
এসআর
মন্তব্য করুন: