[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।

এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচনী প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তাদের পদায়ন শুরু হবে। তবে এবার গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের পুনরায় দায়িত্বে রাখা হবে না।

নির্বাচন ঘিরে দেশের ভেতর ও বাইরে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। এ বিষয়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শফিকুল আলম বলেন,

“নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাইরে থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা এ নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। হঠাৎ আক্রমণ বা অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। কিন্তু যত ঝড়-ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতেই হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর