[email protected] রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১১ কার্তিক ১৪৩২

কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এ নিয়ে দাপ্তরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে চলতি মাসের ১২ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সি-১ শাখার যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়েছিল, দি সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর অধীনে সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন জারির পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন বলেন, ‘কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা প্রস্তুত রয়েছে। অনুমোদন বহাল থাকলে এ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা সম্ভব হতো।’

কক্সবাজার জেলা প্রশাসনের ওয়েবসাইট অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলমান। রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৯০ ফুট থেকে ৯ হাজার ফুটে উন্নীত করা হচ্ছে, প্রস্থ ২০০ ফুট করা হবে এবং ওয়াইড-বডি বিমান ওঠানামার উপযোগী করে লাইটিং ও লোড ক্ষমতা বাড়ানো হবে।

এছাড়া ১০ হাজার ৯১২ বর্গফুটের নতুন টার্মিনাল ভবন ও ৪৯ হাজার ৭৫৩ বর্গফুটের সংযোগ ট্যাক্সিওয়ে নির্মাণের কাজও চলছে।

বর্তমানে দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে—ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর