আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
ইসি সচিব বলেন,
“সবার প্রত্যাশা— নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে। আরপিও অনুযায়ী প্রস্তাবিত কাঠামোতেই বাহিনী মোতায়েন হবে।”
তিনি জানান, এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়েছে।
“আগে পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো। এবার প্রস্তাব এসেছে আট দিনের— ভোটের আগে তিনদিন, ভোটের দিন, এবং পরে চারদিন। এটি আমরা পরীক্ষা করে দেখছি,” বলেন আখতার আহমেদ।
এছাড়া তিনি জানান, নির্বাচনে ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,
“লুট হওয়া অস্ত্রের প্রায় ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে। বাকিগুলো উদ্ধারে কাজ চলছে।”
এসআর
মন্তব্য করুন: