[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ৩:২৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন,

“নির্বাচনী প্রচারে বা ভোটকেন্দ্র এলাকায় ড্রোন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন হলে তা ব্যবহার করতে পারবেন।”

তিনি আরও বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

“সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী থাকবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ অবস্থায়।”

আখতার আহমেদ জানান, নির্বাচনে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সেনাবাহিনী থেকে প্রায় ১ লাখ সদস্য, পুলিশ থেকে দেড় লাখ সদস্য এবং বাকিরা বিভিন্ন বাহিনীর হবে।

তিনি আরও বলেন,

“আগে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের পাঁচ দিন আগে মোতায়েন করা হতো। এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাব এসেছে, বিষয়টি কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর