বাংলাদেশের পরিবর্তন ও পুনর্গঠনে প্রবাসীরা যেন কেবল দর্শক না থেকে সক্রিয় অংশীদার হন—এমন আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ, এখন আমাদেরই মাঠে নামতে হবে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রবাসীদের জন্য বিনিয়োগ ও সেবা সহজ করতে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের পরিবর্তনের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের বাংলাদেশের “অবিচ্ছেদ্য অংশ” আখ্যায়িত করে দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রবাসীদের রেমিট্যান্সে বাংলাদেশ ইতোমধ্যেই ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে এ পরিবর্তন এগিয়ে যাবে।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সেশনে বক্তারা বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ, ভবিষ্যৎ রাজনৈতিক ভিশন ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মতবিনিময় করেন।
এসআর
মন্তব্য করুন: