[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

ভালো বেতন নিশ্চিত করা গেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেন, “বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে।”

বুধবার বিকেলে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া ও সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, মালিকপক্ষের অনীহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না। সাংবাদিকেরা দীর্ঘদিন ধরেই মজুরি বোর্ডের দাবি জানাচ্ছেন, তাই মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও মতামতের জায়গা রয়েছে।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য ১০ দিনের সময়সীমাও বেঁধে দেন তিনি।

তথ্য উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণের বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে শ্রম মন্ত্রণালয়ের অধীনে হওয়া উচিত। তিনি বলেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন নির্ধারণ করছে তথ্য মন্ত্রণালয়। এটি সঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর