[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি

আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “এবার তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে কার্যক্রম চলছে। সবশেষে ৩১ অক্টোবর তালিকা প্রকাশ করা হবে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সচিব আরও জানান, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা শেষ হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ তৈরি করেছে। তবে নিবন্ধনের পর নির্বাচনের সময় দেশে উপস্থিত থাকলে প্রবাসীরা আর ভোট দিতে পারবেন না।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “২২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) অথবা সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের সভায় এটি চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।”

এ ছাড়া আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল ইসির সঙ্গে আলোচনা করতে আসবে বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর