আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
তবে এ গ্রহণ বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইএসপিআরের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
বিশ্বের কিছু অঞ্চল থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী,
এই সূর্যগ্রহণে সর্বোচ্চ আচ্ছাদন মাত্রা থাকবে ০.৮৫৫।
এসআর
মন্তব্য করুন: