[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আগামী রোববার আংশিক সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৬:২১ পিএম

সংগৃহীত ছবি

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তবে এ গ্রহণ বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইএসপিআরের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

বিশ্বের কিছু অঞ্চল থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা।

আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • গ্রহণের সূচনা হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে,
  • সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্রের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে,
  • আর গ্রহণের সমাপ্তি হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিমে স্থানীয় সময় ১৭টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।

এই সূর্যগ্রহণে সর্বোচ্চ আচ্ছাদন মাত্রা থাকবে ০.৮৫৫।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর