সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়েছে—
- ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএস-১ পরীক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি হাসপাতালগুলোকে সিএমএসডি বা সিডিসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
- ভর্তি রোগীদের জন্য ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ল্যাবরেটরি ও রেডিওলজি সেবা চালু রাখতে হবে।
- মজুত থাকা সাপেক্ষে সব ওষুধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে।
- ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কক্ষ নির্ধারণ করতে হবে।
- বিশেষ মেডিকেল টিম গঠন করে কেবল ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।
- বহির্বিভাগে ডেঙ্গু রোগীর জন্য আলাদা কক্ষ রাখতে হবে।
- ভর্তি ও আইসিইউ রোগীদের চিকিৎসায় অগ্রাধিকার দিতে হবে।
- ডেঙ্গুতে মৃত্যু হলে ছয় ঘণ্টার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।
- হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভাকে চিঠি পাঠাতে হবে।
- প্রতি শনিবার সকালে হাসপাতাল পরিচালকের সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা করতে হবে।
এ ছাড়া প্রয়োজনে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোও এই নির্দেশনা বাস্তবায়ন করতে পারবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন: