[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫ ৪:২৫ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এসব অস্ত্র উদ্ধার করতে হবে। তাই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযান অব্যাহত থাকবে।”

৫ আগস্ট ঘিরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও শঙ্কা ছিল, তবে আল্লাহর রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকার দায়িত্ব নেওয়ার সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে তা অনেকটাই উন্নত হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, “পরিস্থিতির উন্নতি হলেও এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে আপনারাই ভালো বলতে পারবেন—এখন কি আগের তুলনায় পরিবেশ ভালো না খারাপ।”

সব রাজনৈতিক দলকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “আমরা সবাইকে নিরাপত্তা দিচ্ছি। তবে ঝুঁকির মাত্রা বিবেচনায় কেউ যদি বেশি ভলনারেবল হয়, তাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। আর যাদের ঝুঁকি কম, তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর