রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’।
এতে সারা দেশ থেকে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া (মোট ১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, এসব ট্রেনের জন্য প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি দেয় এবং সে অনুযায়ী রেলওয়ে ট্রেন বরাদ্দ দেয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেন ছাড়বে ৪ আগস্ট রাত ও ৫ আগস্ট ভোরে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা ১৪ কোচের ট্রেনের জন্য—সাড়ে ১০ লাখ টাকা।
চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে ৭ লাখের কিছু বেশি। অন্য ট্রেনগুলোর ভাড়াও স্থান ও কোচসংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করতে পারেন বলে জানা গেছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যেকোনো দল বা সংস্থা ট্রেন ভাড়া নিতে পারে। সাধারণ ভাড়ার তুলনায় এসব ট্রেনে প্রায় ৩০ শতাংশ বেশি ভাড়া নেওয়া হয়।
এর আগে জামায়াতে ইসলাম এবং ছাত্রদলও বিভিন্ন জাতীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেন ভাড়া করেছিল।
তবে এবার সরাসরি অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনায় ট্রেন বরাদ্দ দেওয়া হলো, যা এ কর্মসূচির গুরুত্বকে নতুন মাত্রা দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: