জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল ইসলাম।
শনিবার (২ আগস্ট) বিজয় বাংলা মিডিয়া লিমিটেড কর্তৃক আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সহকর্মীদের প্রতি পেশাগত সহযোগিতার আহ্বান জানান।
মো. কামরুল ইসলাম একজন অভিজ্ঞ জনসংযোগ বিশেষজ্ঞ। কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ডিং খাতে তার প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সে জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে কর্মরত।
এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মিডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সংকট ব্যবস্থাপনা ও সোশ্যাল মিডিয়া কৌশল প্রণয়নে তার দক্ষতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড ইমেজ গঠনে ইতিবাচক ভূমিকা রেখেছে।
এসআর
মন্তব্য করুন: