নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের অপকর্মে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন ৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। মিডিয়া ও জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
আওয়ামী লীগের গোপন কর্মকাণ্ড ও এক সেনা কর্মকর্তার সম্পৃক্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “যে বাহিনীর যেই সদস্য জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা কোনো গোপন অপচেষ্টা করলে সেটি কঠোরভাবে দমন করা হবে।”
গোপন প্রশিক্ষণ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা তদন্তাধীন বিষয়। তদন্তেই সব জানা যাবে।”
সংবাদকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, “আপনারা সত্য প্রকাশ করছেন বলেই মানুষ উপকৃত হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোর প্রচারেও ভারসাম্য আসছে।
এসআর
মন্তব্য করুন: