[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ৮:১৫ পিএম

সংগৃহীত ছবি

সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

একই সঙ্গে মানবাধিকারের পক্ষে অটল থাকার বার্তাও দিয়েছেন তিনি।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা মাহফুজ এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, "কোনো এলাকাকে 'ঘেটো' (Ghetto) বানানোর চেষ্টা করবেন না। গোপালগঞ্জের একটি উল্লেখযোগ্য অংশ নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের মানুষ—যারা আওয়ামী লীগের শাসনামলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছে। আমাদের দায়িত্ব হলো, সারা দেশের নিপীড়িত-বঞ্চিতদের সঙ্গে সংহতি গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার পরাজয় শুধু রাজনৈতিক ছিল না, ছিল নৈতিকও। তার নৈতিক পরাজয়ের পরই রাজনৈতিক পতন ঘটে। আমরা যারা গণঅভ্যুত্থনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের পথে এগিয়েছি, তাদের উচিত নৈতিক উচ্চতা ধরে রাখা। মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা ও সুবিচারের যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, তা রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য।”

উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেন, “বর্তমানে অনেকেই ধ্বংসের রাজনীতিতে মগ্ন, কিন্তু নির্মাণের কাজে কাউকে পাওয়া যাচ্ছে না। পুরনো ব্যবস্থার কাঠামো ইতোমধ্যে ভেঙে পড়েছে। এখন সেটাকে আর ধ্বংস করা সম্ভব নয়—বরং ভাঙতে গেলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এ মুহূর্তে আমাদের মনোনিবেশ করা উচিত একটি নতুন, টেকসই ও দায়বদ্ধ রাজনৈতিক কাঠামো নির্মাণে।”

তিনি স্বীকার করেন, “গণঅভ্যুত্থানের পর আমরা কিছুটা অপ্রস্তুত, বিহ্বল ও অনভিজ্ঞ ছিলাম। সেই কারণে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সম্পূর্ণ বিলোপ ঘটানো সম্ভব হয়নি। তবে এখনো সময় আছে—যদি আমরা রাজনৈতিকভাবে সংগঠিত হই এবং জনগণের অংশগ্রহণে জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে একদিন এই ফ্যাসিবাদী কাঠামোর পুরোপুরি অবসান ঘটানো সম্ভব হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর