[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

বিমানবন্দরে উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন, ‘ভুলবশত’ রেখে গিয়েছেন বলে দাবি আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ১০:০৬ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগ থেকে একটি অ্যামুনিশন ম্যাগাজিন (গুলিবিহীন) উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এ ঘটনাটি সম্পূর্ণ ‘ভুলবশত’ ঘটেছে বলে দাবি করেছেন এই উপদেষ্টা।

রোববার (২৯ জুন) সকালে টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাওয়ার সময় নিরাপত্তা চেকপোস্টে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিনটির অস্তিত্ব ধরা পড়ে। পরে তিনি তা বের করে সঙ্গে থাকা প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। ঘটনা জানাজানির পর সারাদিন এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে।

আসিফ মাহমুদের ব্যাখ্যা

ঘটনার ব্যাখ্যায় রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি বিবৃতি দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন,
“নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। বিগত সময়ে গণঅভ্যুত্থান ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের চেষ্টা হয়েছে। সেই প্রেক্ষিতে অস্ত্র রাখা আমার জন্য স্বাভাবিক আত্মরক্ষার ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “আজ ভোর ৬টা ৫০ মিনিটে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ যোগ দিতে রওনা দিই। ভোররাতে তড়িঘড়ি করে প্যাকিং করার সময় অস্ত্র ও একটি ম্যাগাজিন রেখে আসলেও, ভুলক্রমে আরেকটি খালি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। স্ক্যানে ধরা পড়ার পর সঙ্গে থাকা প্রোটোকল কর্মকর্তার হাতে তা হস্তান্তর করি। এটি অনিচ্ছাকৃত এবং সরল ভুল।”

সমালোচনার জবাব ও অবস্থান

সমালোচনাকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি লেখেন, “শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম? যদি ইচ্ছাকৃত কিছু থাকত, তবে অস্ত্রও সঙ্গে রাখতাম। এখানে অবৈধ কিছু ছিল না, তবু বিষয়টি নিয়ে অনেকে অতি উৎসাহিত হয়ে পড়েছেন।”

তিনি আরও জানান, এ ঘটনার পর ‘নিউজ সরানোর জন্য চাপ দেওয়ার’ যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।
“ঘটনার সময় আমি ও আমার টিম টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে দীর্ঘ সময় কাটিয়ে অনলাইনে ফিরে দেখি, নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে,”—যোগ করেন তিনি।

লেখালেখির স্বাধীনতা ও নিরাপত্তা প্রসঙ্গে মন্তব্য

আসিফ মাহমুদ আরও বলেন, “নাগরিক হিসেবে আপনার যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, তবে বৈধ প্রক্রিয়ায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স করা সবার অধিকার। লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থাকা কিংবা খালি ম্যাগাজিন সঙ্গে থাকা কোনো অপরাধ নয়—যতক্ষণ পর্যন্ত তা নিয়ম ও নিরাপত্তা বিধি লঙ্ঘন না করে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর