[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

অফিস শেষ হওয়ার ১ মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ২:২১ এএম

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীরা বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করতে পারবেন না।

অফিস চলাকালীন জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে নিজ অনুবিভাগের প্রধানের পূর্বানুমতি নিতে হবে এবং নির্ধারিত রেজিস্টারে তা এন্ট্রি করতে হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রণীত সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, সরকারি কর্মদিবসে সকলে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, দেরিতে অফিসে যোগদান করা বা আগে চলে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর