[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তানের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৫ ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রোববার (২২ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন—সাইফুজ্জামানের পুত্র তানায়েম জামান চৌধুরী, সাদাকাত জামান এবং কন্যা জেবা জামান।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী, তার ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাত সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কা থেকে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা সীমিত করা প্রয়োজন।

এর আগে, চলতি বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী ইউনিট ‘আই-ইউনিট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লন্ডনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এলাকায় হাঁটছেন সাইফুজ্জামান—এমন একটি দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি লন্ডনে অন্তত ছয়টি বিলাসবহুল সম্পত্তির মালিক, যার মোট মূল্য ৯০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রেও তার নামে বা তার পরিবারের নামে আরও শতাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

দুদক ইতোমধ্যে আদালত থেকে সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ পেয়েছে, যার আওতায় ওইসব বিদেশি সম্পত্তিও অন্তর্ভুক্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর