[email protected] বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৫ ৬:৫০ পিএম

ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট সরিয়ে নিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।

শুক্রবার (২৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে ফেসবুকে দেওয়া মূল পোস্টটি মুছে ফেলে একটি নতুন পোস্টে তিনি লেখেন, ‘ডিসক্লেইমার: মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটিকে সংবাদ হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।’

এর আগে, শুক্রবার সকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফয়েজ তৈয়্যব উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ক্ষমতার প্রয়োজন নেই, তবে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে তাঁর উপস্থিতি প্রয়োজন। বরং, বর্তমান ক্যাবিনেটকে আরও গতিশীল ও কার্যকর হতে হবে। উপদেষ্টাদের ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে এবং অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে।’

তিনি আরও লেখেন, ‘গণ-আন্দোলনের মাধ্যমে গঠিত সরকারের পক্ষে ইতিবাচক ফলাফল তুলে ধরা প্রয়োজন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ড. ইউনূসের যে সম্মান রয়েছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব।’

পোস্টটি সরিয়ে নেওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। যদিও ফয়েজ তৈয়্যব এটিকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন, তবুও তার সরকারি দায়িত্বের কারণে মন্তব্যটি গুরুত্ব পেয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর