[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

আইএমএফ কিস্তি না মিললে নিজেরা বাজেট তৈরি করব: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ৯:৪১ পিএম

ফাইল  ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের কিস্তি না মিললেও বাংলাদেশ নিজেদের মতো করে বাজেট তৈরি করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বার্ষিক বৈঠকে অংশ নিয়ে দেশে ফিরে এদিনই প্রথম অফিস করেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

ওই সফরে আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি ডলারের তৃতীয় ও চতুর্থ কিস্তি নিয়ে আলোচনা হলেও কোনো আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। এর আগে আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে কিস্তি ছাড়ে সমর্থনযোগ্য অগ্রগতি রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে গেছে। তবে ঢাকা বা ওয়াশিংটনে আইএমএফ কর্তৃপক্ষের তরফ থেকে কিস্তি ছাড় নিয়ে স্পষ্ট বার্তা এখনো আসেনি।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না। বাংলাদেশ এখন আর শুধু বিশ্বব্যাংক কিংবা আইএমএফনির্ভর নয়। তাই তাদের অর্থ না পেলেও আমরা বাজেট করব আমাদের বাস্তবতা অনুযায়ী।”

তিনি আরও বলেন, “আইএমএফ বলেছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় একে পুরোপুরি বাজারনির্ভর করা সম্ভব নয়। এতে করে পরিস্থিতি পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো হতে পারে।”

সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফের ঋণ মূলত বাজেট-সহায়তা হিসেবে বিবেচিত হলেও সংস্থাটি থেকে অর্থ না নিলেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর