[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

দশম গ্রেড পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, সহকারী শিক্ষক ১২তম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ১:১৮ এএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড একধাপ উন্নীত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হবেন। দীর্ঘদিন ধরে শিক্ষকদের এ দাবি বাস্তবায়নের অপেক্ষা ছিল।

মন্ত্রণালয় সূত্র জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদের নেতৃত্বে গঠিত ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন পরামর্শক কমিটি’র সুপারিশ এবং উচ্চ আদালতের রায়ের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রধান ও সহকারী শিক্ষকদের নতুন গ্রেডে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, পরামর্শক কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শতাধিক সুপারিশ করেছে।

ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে তারা সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শুরুর পদ ‘শিক্ষক’ করার প্রস্তাব দেন। এতে শিক্ষক হিসেবে ১২তম গ্রেড নির্ধারণের সুপারিশ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, দুই বছর চাকরির পর শিক্ষকদের চাকরি স্থায়ী হবে এবং আরও দুই বছর পরে ‘সিনিয়র শিক্ষক’ পদে উন্নীত হবেন, তখন তাদের বেতন গ্রেড হবে ১১তম।

এছাড়া প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশও করা হয়েছে।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়েছে। এখন মন্ত্রণালয় পরামর্শক কমিটির সুপারিশ ও আদালতের রায় অনুযায়ী চূড়ান্ত উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব পাঠানো হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, এরপর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর