[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সেপ্টেম্বরে বাংলাদেশে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে ক্যাথলিক চার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ৮:৪১ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ৮:৪৪ পিএম

ফাইল  ছবি

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্যাথলিক চার্চ।

ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান।

ভারতের কেরালা রাজ্য থেকে আসা কার্ডিনাল কুভাকাড জানান, আসন্ন এই সংলাপে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় নেতারা একত্রিত হয়ে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বিষয়ে মতবিনিময় করবেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে সরকার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর