সরকার দুটি নতুন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ রোববার বিকেল ৪টা ১৯ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, পিএসসি নিয়ে সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকে বিশদ আলোচনা হয়। দীর্ঘসূত্রতা ও অনিয়মের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকার দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, "আন্দোলন শুরু হওয়ার পরপরই ছাত্রদের দাবিগুলো দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিয়েছি।"
তিনি জানান, গত সোমবার আন্দোলনকারীদের একটি টিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তবে ছাত্রদের দাবি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আসিফ মাহমুদ আরও লেখেন, বেকারত্ব নিরসনে পুলিশ বিভাগের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে আরও অন্তত ১০ হাজার নতুন নিয়োগ হবে। তবে পিএসসির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা নির্দেশনা প্রদানের এখতিয়ার তার নেই বলে জানান তিনি।
তিনি আরও বলেন, "যত কাজই থাকুক, ছাত্রদের বিষয়গুলো আমার সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
কুয়েটের আন্দোলনের সময়ও আন্দোলন চরমে পৌঁছানোর ১০ দিন আগেই একটি প্রতিনিধিদল আমার বাসায় এসেছিল। তাদের স্মারকলিপি পরদিনই শিক্ষা উপদেষ্টার হাতে নিজে গিয়ে তুলে দিয়েছিলাম।"
আসিফ মাহমুদ উল্লেখ করেন, টিএসসিতে আন্দোলনরত অনেক ছাত্রই তার পরিচিত। মাঝরাতে সেখানে উপস্থিত হওয়ার উপযোগিতা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি।
এ ছাড়া শহীদ জসিম ভাইয়ের মেয়ের আত্মহত্যার ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি জানান, অভিযুক্তদের জামিন হয়নি এবং তাদের সিআইডিতে রাখা হয়েছে; দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় কাজ করছে।
উপদেষ্টা জানান, অফিস শেষে তিনি রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যাবেন।
তিনি স্মরণ করিয়ে দেন, পিএসসি একটি সাংবিধানিক, স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে এবং আবারও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এসআর
মন্তব্য করুন: