[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

২ উপদেষ্টার পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ২:৩৩ পিএম

উপদেষ্টা আসিফ ও নুরজাহান

দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

একইসঙ্গে দুই উপদেষ্টার সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে জড়িত ছিলেন অভিযুক্ত সহকারীরা।

অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম হোসেন একাই প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছেন। একই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তরা উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয়ে এতদূর যেতে সক্ষম হয়েছেন। ফলে প্রশ্ন উঠছে—তাদের নির্দেশদাতা বা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন?

সংগঠনটি মনে করে, নৈতিক দায়বদ্ধতা এবং জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ জরুরি। পাশাপাশি দুর্নীতিতে জড়িত সব কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর