[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

আল-জাজিরাকে সাক্ষাৎকার দেবেন ড. ইউনূস, কাতারে অংশ নিচ্ছেন ‘আর্থনা সামিট’-এ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ৮:১২ পিএম

ফাইল ছবি

চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন এবং কাতারের আমিরের সঙ্গে একটি সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সফরের উল্লেখযোগ্য অংশ হিসেবে কাতার সরকারের মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দেবেন ড. ইউনূস। এতে তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট’ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এই সামিটের মূল লক্ষ্য হলো—প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের পথ নির্ধারণ করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর