[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ৭:৪০ পিএম

ফাইল  ছবি

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ এপ্রিল তারিখে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা কার্যকর করা হয়। সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টার সম্মতির ভিত্তিতে মোয়াজ্জেম হোসেনকে ৮ এপ্রিল থেকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে অব্যাহতির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মো. মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মণ্ডল এবং মাতার নাম আনোয়ারা বেগম।

২০২৩ সালের ১৪ আগস্ট উপদেষ্টার এপিএস হিসেবে নিয়োগ পান মোয়াজ্জেম হোসেন। নিয়োগপত্রে উল্লেখ ছিল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন পদে অধিষ্ঠিত থাকবেন অথবা যতদিন মোয়াজ্জেম হোসেনকে এ পদে বহাল রাখার অভিপ্রায় থাকবে, ততদিন নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর