[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

খুলনায় আওয়ামী লীগের মিছিল, পরে আটক ২৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ২:৪৯ এএম

সংগৃহীত ছবি

খুলনার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪ জনকে এবং সদর, সোনাডাঙ্গা, লবণচরা, হরিণটানা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার পুলিশ ২১ জনকে আটক করে। আটককৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি।

এর আগে সকালে নগরীর জিরো পয়েন্ট, বয়রা জলিল সরণি, আড়ংঘাটা বাইপাস এবং শিরোমনি এলাকায় ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। পুলিশি তৎপরতায় কিছু এলাকায় মিছিলের চেষ্টা ব্যাহত হয়।

এদিকে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিলে বিএনপি ও এনসিপি উদ্বেগ প্রকাশ করেছে।

বিএনপি এক বিবৃতিতে মিছিলে অংশ নেওয়াদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এনসিপিও দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে একই দাবি তোলে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর