[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

পুলিশ সদস্যদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৮:২৮ পিএম

ফাইল  ছবি

পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আজকের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন সদস্যদের আবাসন ও খাদ্য সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করা। পরিদর্শনে গিয়ে দেখা গেছে, তাদের বসবাসের অবস্থা অত্যন্ত নাজুক। এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী থানাগুলো পরিদর্শন করা হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি আমরা পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়েও গুরুত্ব দিচ্ছি। অধস্তন সদস্যদের নিজ নিজ জেলায় কর্মস্থল নির্ধারণে চিন্তাভাবনা চলছে, যাতে তারা পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে পারেন। কারণ তাদের ছুটির সুযোগও অত্যন্ত সীমিত।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে। তবে ১৮ কোটি মানুষের দেশে এই নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ নয়। তবুও সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কোনো দলের বেআইনি কর্মসূচি মোকাবিলায় পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি পুলিশ এসব কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর