[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৬:৩৬ পিএম

ফাইল  ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

নারীর অধিকার, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে গঠিত এই কমিশনটি ২০২৪ সালের নভেম্বরে গঠন করে সরকার। ১০ সদস্যের এই কমিশনের নেতৃত্বে রয়েছেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:

  • মাহীন সুলতান – ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো
  • কামরুন নাহার – আইনজীবী ও নারীপক্ষের পরিচালক
  • ফৌজিয়া করিম ফিরোজ – সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট (ফ্ল্যাড)-এর সভাপতি
  • কল্পনা আক্তার – বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি
  • ডা. হালিদা হানুম আক্তার – নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
  • সুমাইয়া ইসলাম – বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক
  • নিরুপা দেওয়ান – জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য
  • ফেরদৌসী সুলতানা বেগম – জেন্ডার ও সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ
  • নিশিতা জামান নিহা – শিক্ষার্থী প্রতিনিধি

প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের পক্ষ থেকে নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস কমিশনের কাজের প্রশংসা করে বলেন, “এই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণে সহায়ক হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর