[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঝটিকা মিছিল ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৪:৩৫ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রাজধানীতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের একাধিক ঝটিকা মিছিল নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে। কিন্তু যদি দেখা যায়, পুলিশের পক্ষ থেকে এসব কার্যক্রম নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা বা গাফিলতি রয়েছে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের দায়িত্ব হলো দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। যারা এটি করতে ব্যর্থ হবে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।”

পুলিশ সদস্যদের বদলির পর কর্মস্থলে যোগদান না করা সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যারা বদলির আদেশ পেয়েও কর্মস্থলে যোগ দিচ্ছেন না, তাদের শনাক্ত করা হলে সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আপনারা যদি এমন কারও নাম বা তালিকা দিতে পারেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। আপনারাও জানেন, ঢাকায় অনেক নতুন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, তাই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, পুলিশের নিচের সারির সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে একই বিভাগের মধ্যে পোস্টিং দেওয়ার চিন্তা করছে সরকার, যেন তারা পরিবার ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে পারেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলেও আশ্বাস দেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর