[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য সুখবর, তবে রয়েছে মতবিরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৪:২৫ পিএম

ফাইল  ছবি

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সংগঠনটি ঘোষণা দিয়েছে, এখন থেকে গ্রাহকরা মাত্র ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন।

শনিবার (১৯ এপ্রিল) টেলিকম রিপোর্টার নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। তিনি জানান, এ পর্যন্ত ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যেত। এখন থেকে একই মূল্যে গতির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি।

ইমদাদুল হক আরও বলেন, ভবিষ্যতে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে তারা লাইসেন্স আপগ্রেডেশন, মেয়াদ ১০ বছর করা এবং সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ দাবি করছেন, যেন বিনিয়োগ আকৃষ্ট করা যায়।

তবে এই ঘোষণার বিরোধিতা করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ একে গ্রাহকদের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, “সরকার ইতোমধ্যে সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথের মূল্য হ্রাস করেছে, গ্রাহক সংগঠনের চেষ্টায় ৫% ভ্যাট প্রত্যাহার হয়েছে এবং ফাইবার সংযোগের জটিলতাও কমেছে। ফলে বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ এমবিপিএসকে সর্বনিম্ন গতি নির্ধারণ করা গ্রাহকদের জন্য উপযুক্ত নয়।”

মহিউদ্দিন আহমেদের মতে, বর্তমানে গ্রাহকরা যে ব্যান্ডউইথ পাচ্ছেন তা মূলত একটি ধরনের এন্টারটেইনমেন্ট ইন্টারনেট, যা পূর্ণাঙ্গ উচ্চগতির ইন্টারনেট নয়। তার দাবি, যেখানে ভারতে ১ জিবিপিএস ব্যান্ডউইথ ৮০ টাকায় পাওয়া যায়, সেখানে বাংলাদেশের দাম তুলনামূলক অনেক বেশি।

তিনি আরও বলেন, "আমরা সর্বনিম্ন ২০ এমবিপিএস এবং সর্বোচ্চ ১০০ এমবিপিএস গতির প্রত্যাশা করেছিলাম। বিটিআরসি যদি ১০ এমবিপিএসকেই বাধ্যতামূলক করে, তবে সেটি অন্যায় ও অযৌক্তিক হবে।" তাই তিনি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর