মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো শুরু হয়েছে।
এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে পাঁচজন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় গ্রিফন এয়ার নামক একটি চার্টার্ড ফ্লাইটে ওই পাঁচজন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য চার্টার পরিসেবা প্রদানকারী গ্রিফন এয়ার সম্প্রতি অবৈধ নেপালি অভিবাসীদেরও ফেরত পাঠানোর কাজে যুক্ত ছিল।
ঢাকাস্থ একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, অন্যান্য দেশের মতো বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হবে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কুমিল্লা জেলার একজন, নোয়াখালীর দুইজন, চট্টগ্রামের একজন এবং সিলেটের একজন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
এটি ট্রাম্প প্রশাসনের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ঘটনা।
এসআর
মন্তব্য করুন: