[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ৮:২৪ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

 এছাড়াও, আরও বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে রয়েছে।

রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান জানান, চারদিনব্যাপী এই সম্মেলনে মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকার ব্যয় করেছে ১ কোটি ৪৫ লাখ টাকা, আর পার্টনার প্রতিষ্ঠানগুলোর খরচ ছিল প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

তিনি বলেন, “বিনিয়োগ সম্মেলনের সফলতা শুধুমাত্র ব্যয় ও বিনিয়োগ ঘোষণার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়। এই বিনিয়োগের অনেকটাই পূর্ববর্তী আলোচনার ফলাফল।”

তিনি আরও জানান, সম্মেলনে ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়; ৫০টি দেশ থেকে মোট ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ৫৮ শতাংশ।

বিডার চেয়ারম্যান বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে সম্ভাবনার বিশালতা এবং দেশের মানুষের সহনশীলতা দেখে মুগ্ধ হয়েছেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, এটিই আমাদের বড় সফলতা।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর