ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবিক মূল্যবোধের পক্ষে বিশ্বজনমত গঠনের আহ্বানে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে “মার্চ ফর গাজা” কর্মসূচি।
বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল এসে জড়ো হতে শুরু করেছে।
শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ রাজধানীর নানা প্রান্ত থেকে ছোট-বড় মিছিল এসে মিলিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। মিছিলকারীদের হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা।
সকলে একক লক্ষ্য নিয়ে এসেছেন—গাজার নিরস্ত্র মানুষের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানো।
সকালের দিক থেকেই উদ্যানের প্রতিটি গেটে মানুষের ঢল দেখা গেছে। বিকেল ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত চলবে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি। আয়োজকদের মতে, এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং মানবিক ও নৈতিক অবস্থান থেকে এক স্বতঃস্ফূর্ত জনসমাগম।
উত্তরা থেকে বন্ধুদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিতে আসা তৌহিদুল ইসলাম বলেন, “ফিলিস্তিনে যে নির্মমতা চলছে, আমরা হয়তো সরাসরি কিছু করতে পারছি না। তবে অন্তত এই কর্মসূচির মাধ্যমে জানাতে চাই যে, আমরা তাদের পাশে আছি।”
সোহরাওয়ার্দী উদ্যানের গেটের পাশে ফিলিস্তিনের পতাকা বিক্রি করছিলেন নাজমুল হোসাইন। তিনি বলেন, “আমি শুধু পতাকা বিক্রি করতে আসিনি, মুসলমানদের প্রতি চলমান নির্যাতনের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতেই এসেছি। সকাল থেকে মানুষের ঢল প্রমাণ করছে—এই ইস্যুতে সারা দেশের মানুষের হৃদয় এক হয়ে গেছে।”
বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে। বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক, ক্রীড়া ও নাগরিক সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেছেন।
বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীসহ গণমাধ্যম ব্যক্তিত্ব, খেলোয়াড় এবং সমাজকর্মীরা এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: