[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ১:৩৬ পিএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখে বের হওয়া ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে।

নতুন নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

শুক্রবার (১১ এপ্রিল) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

তিনি জানান, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

নাম পরিবর্তনের পেছনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের দাবির প্রসঙ্গও তুলে ধরা হয়। শোভাযাত্রার আয়োজক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শোভাযাত্রা আয়োজক কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর