[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডিআরইউর তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ৯:২৬ পিএম

ডিআরইউ নেতৃবৃন্দ ফিলিস্তিনের জন্য দোয়া করেন

গাজা ও রাফায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

একইসঙ্গে, জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়কে এই মানবতা-বিরোধী হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “ইসরায়েলের এই বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েল বিরোধী মতামত উঠে আসছে। এখনই সময়, মুসলিম দেশসহ বিশ্ববাসীকে এক হয়ে এই হত্যাযজ্ঞ বন্ধে সোচ্চার হওয়ার।”

ডিআরইউ ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে জানায়, এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্ব নেতাদের দৃঢ় অবস্থান নিতে হবে।

জাতিসংঘ ও ওআইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে নেতারা বলেন, “তারা যদি যথাসময়ে কার্যকর পদক্ষেপ নিত, তাহলে আজ এত প্রাণহানি ঘটত না।”

উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল) রাতে ডিআরইউর ৭ম কার্যনির্বাহী কমিটির সভায় এই প্রতিবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সহ-সভাপতি গাজী আনোয়ারের পরিচালনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর