[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ৮:১৭ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ৮:২৪ পিএম

ফাইল  ছবি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রেক্ষিতে দেশটিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দুটি আলাদা চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক ও ফারুক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রেস সচিব জানান, দুটি চিঠির মধ্যে একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাবে। অপর চিঠিটি পাঠানো হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)-এ, যা পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

চিঠিগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি সহজীকরণে নেওয়া বর্তমান ও ভবিষ্যৎ পদক্ষেপ এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের কৌশল বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর